দীঘিনালায় শিব চতুদর্শী উৎসব উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রুমন পারভেজ পিএসসির পক্ষে অনুদান তুলে দেন উপ-অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি।
এসময় তিনি বলেন, ‘পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক কাজে সহযোগীতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী।’
এছাড়া দীঘিনালা সদর শ্রী শ্রী শিব মন্দিরের সাধারণ সম্পাদক নন্দু কুমার দে বলেন, ‘শিব চতুদর্শীতে আমারা বড় উৎসবের আয়োজন করে থাকি। দীঘিনালা সেনা জোন আমাদের সব সময় সহযোগীতা করে থাকেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, অনারারী ক্যাপ্টেন নওরোজ ইসলাম, দীঘিনালা সদর শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবু চন্দ্র দে, দীঘিনালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও শ্রী শ্রী সনাতন শিব মন্দির এবং শ্রী শ্রী সনাতন শিব মন্দির বুদ্ধ পাড়া মন্দিরের মাঝে সেনাবাহিনী নগদ অর্থ সহায়তা প্রদান করেন।