শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৩৯ পূর্বাহ্ন

দীঘিনালায় তুচ্ছ ঘটনায় বাঙালি ও পুলিশের উপর পাহাড়িদের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৯ পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় তিন পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার থানা বাজার এলাকার মাইনী ব্রিজের উপর এঘটনা ঘটে। ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

জানা যায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে দীঘিনালা বনবিহারে অনুষ্ঠিত ২৪তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলার থানা বাজার এলাকায় মাইনী ব্রিজের উপর এক বাঙালি ছেলের শরীরে পাহাড়ি যুবকের ধাক্কা লাগে। ঘটনার জের ধরে শতাধিক পাহাড়ি যুবক একত্রিত হয়ে, বাঙালিদের ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।

এঘটনায় দীঘিনালা থানার এসআই ইমরান উদ্দীন (৩০), কন্সটেবল দুলাল বাউরি (২৯) এবং কন্সটেবল নয়ন চাকমা (৪৫) আহত হন।

এছাড়া দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী আলম (৩১), থানাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৩), মনির হোসেনের ছেলে সোহাগ (২৮), মিরাজ মিয়ার ছেলে খোরশেদ আলম (৩০) মৃত আবদুল হালিমের ছেলে মহিউদ্দিন (৩০), কবাখালী ইউপি সদস্য প্রনব চাকমা (৪৩) এবং কাঠাল মুড়া গ্রামের যতীন চাকমার ছেলে বিশাল চাকমা (১৮)ও আহত হন।

পরে পুলিশ সবাইকে ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী আলম জানান, আমরা রাত ১১টার দিকে থানা বাজার এলাকায় মাইনী ব্রিজের উপর বসে গল্প করছিলাম। এসময় দীঘিনালা বনবিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠান থেকে ফেরার পথে একজন পাহাড়ি ছেলের গায়ের সাথে ধাক্কা লাগায় বাকবিতণ্ডা শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে আমাদের এবং পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা।

ঘটনার পর সবাই দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. শিউলি চাকমা জানান, গত রাতের ঘটনায় যারা আহত হয়েছিলেন সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 6 + 4 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree