দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে জোন সদরে ৬ জন গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা তুলে দেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি।
সহায়তা প্রাপ্তরা হলেন, আয়রন চাকমা, ল্যান্স কর্পোরাল অব. আবদুল বারেক, তোতাবালা চাকমা, শেফালী বেগম, ফারুক হাওলাদার, মো. রফিকুল ইসলাম।
এ ব্যাপারে তোতাবালা চাকমা জানান, আমার বড় মেয়ে কিডনি রোগে ভোগছেন। সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা পেয়ে খুব ভালো লাগছে।
অন্যদিকে শেফালি বেগম জানান, আমার ছেলে থ্যালাসামিয়া রোগে আক্রান্ত। প্রতিমাসে রক্ত দিতে হয়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে সব শেষ। পরে দীঘিনালা জোনে আবেদন করলে চিকিৎসার জন্যে সহায়তা প্রদান করেন। এখন সহায়তা পেয়ে ভালো লাগছে।
এব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি জানান, “আর্তমানবতার সেবায় দীঘিনালা জোনের আওয়াতাধীন অসহায়, গরিব ও দুস্থদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন সেনাজোন। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি, ক্যাপ্টেন মো. মুস্তাফিজুর রহমান ও ক্যাপ্টেন এম.এ মোমেন শিহাব।