খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোন অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ১০টার দিকে জেলার গুইমারা উপজেলায় সিন্দুকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল ঠান্ডাছড়িতে শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মহালছড়ি জোন সূত্রে জানা যায়, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকবে।
মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানান।