কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ নবী নামের এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত অবস্থায় ওই রোহিঙ্গাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল চারটার দিকে উখিয়ার ৮ নম্বর (ইস্ট) রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ নবী ওই ক্যাম্পের মো. কাশিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার বিকালে ক্যাম্প-৮ (ইস্ট) এ সশস্ত্র বাহিনী আরসার ১০-১২ জন সদস্যের একটি গ্রুপ বি-৩৯ ব্লকে প্রবেশ করে ৫-৭ রাউন্ড গুলি করে। এতে ওই ক্যাম্পের মোহম্মদ নবী নামে একজন গুলিবিদ্ধ হন। তার রুমে একটি গ্রেনেড পাওয়া যায়।
পরে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে আহত রোহিঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।