বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ডাম্পার-সিএনজি সংঘর্ষে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সিএনজি চালক আবু তাহের (৩৫) ও রোজিনা আক্তার (২২)। আহত আরো এক ব্যক্তির নাম জানা যায়নি। তারা নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালসহ অন্য হাসপাতালে চিকিৎসাধীন বয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে সিএনজি চালক আবু তাহের বুকে আঘাত পাওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এছাড়াও সিএনজির যাত্রী রোজিনা আক্তার মাথায় ও নাক-মুখে গুরুতর আঘাত পান। ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে।
দুর্ঘটনায় কবলিত ডাম্পার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ আটক করেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেন।