নাইক্ষ্যংছড়িতে পরিবেশ ধ্বংসের অপরাধে অভিযান শুরু করেছেন উপজেলা প্রশাসন। গত ২ দিনে দু’প্রতিষ্ঠানকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা। তিনি নাইক্ষ্যংছড়ি বাজারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন । অভিযানে বাজারের দু’ খুচরা পলিথিন ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ সুরক্ষায় নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করা করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
এর আগে গত রোববার দুপুরে তিনি ঘুমধুমের দুই ইটভাটায় মোবাইল কোর্ট বসিয়ে ১ লাখ টাকা জরিমানা করেন।
ইটভাটা গুলো হলো- বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই ইটভাটায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ইট ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আজকের অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।