বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া এলাকা হতে মালিকবিহীন ৯৪ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী বিয়ার উদ্ধার করা হয়েছে। ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ টান্টু শাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান তৎপরতা অব্যাহত রয়েছে ।