নাইক্ষ্যংছড়ির অধীন ঘুমধুম থেকে ফের ২৪ বোতল বিদেশি মদসহ আব্দুল্লাহ নামের এক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে এগারটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানার অধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুল ও এএসআই শ্যামলের সঙ্গীয় ফোর্সের মাদক বিরোধী অভিযানে ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে একটি ব্যাটারিচালিত অটো রিক্সা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদসহ আব্দুল্লাহ নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় পাচারকাজে ব্যবহারিত একটি অটোরিক্সা জব্দ করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির বটতলী পূর্ব পাড়ীর বিল এলাকার সিরাজ মিয়ার পুত্র আব্দুল্লাহ (২০)।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্টের মাধ্যমে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহ নামের ঐ যুবককে ২৪ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।