বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় পৃথক ভ্রাম্যমান অভিযানে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ‘যতদিন আছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবো’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তুতি সভা রাজস্থলীতে ১৫ টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ পাবেন গুইমারায় আশ্রয়নের ঘর পাবেন ৭৫ ভূমি ও গৃহহীন পরিবার নাইক্ষ্যংছড়িতে সরকারি বৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উখিয়ায় আরও ১০০ গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার পেকুয়ায় স্বপ্নের লাল টিনের ঘর পাচ্ছেন ২৭ পরিবার কাপ্তাইয়ে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা

নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯ পঠিত

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে আগামীকালের পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত করা হয়েছে।

ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা যায়।

ওই চিঠিতে বলা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য নাগরিক পরিষদের ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের সভা কমিশনের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরবর্তীতে জানানো হবে।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান পার্বত্য নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাঙামাটিতে ডাকা হরতাল এখনও চলছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানিয়েছে, সভা স্থগিতের কোনো আনুষ্ঠানিক খবর পায়নি তারা। আনুষ্ঠানিক তথ্য না পেয়ে তারা হরতাল তুলে নেবেন না। জানা গেছে, সন্তু লারমাসহ ভূমি কমিশনের কয়েকজন সদস্যের আহ্বানে এই সভা স্থগিত করা হয়েছে।

হরতালে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহনও কম চলাচল করতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকালে শহরে মিছিল ও পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের সভা প্রতিহত করতে এবং এ কমিশন আইন বাতিলসহ অন্যান্য দাবিদাওয়া আদায়ের জন্যই সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। তবে এখন হরতাল তুলে নেবেন কিনা পরিষ্কার করে কিছুিই বলেননি তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 7 + = 16

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree