রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ই আগস্ট) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর মধ্যপাড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নির্বাহী অফিসার বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে আজ ইসলামপুর থেকে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেউ যেন অবৈধভাবে পাহাড় না কাটে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।