এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নানান জনকল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ নিয়ে থাকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং জোন (৩ বিজিবি)।
তারই ধারাবাহিকতায় সোমবার (১২ ডিসেম্বর) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে ৪টি অসহায় পরিবারে বেকারত্ব দূরীকরণের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে মেশিন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মো. মশিউর রহমান।
মধ্যনগর গ্রামের হাসনা আক্তার জানায়, আমি একজন অসহায় পরিবারের মেয়ে। সেলাই কাজ জানি কিন্তু সেলাই মেশিন নাই। ৩ বিজিবিতে আবেদন করে একটি সেলাই মেশিন পেয়েছি। বেকারত্ব দুরীকরণে সার্বিক সহযোগিতা করায় ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা জানায় সে।
এছাড়াও মেশিন হাতে পেয়ে ফাতেমানগর গ্রামের মোমেনা, মেহেরুন্নেছা ও মরিয়মের মুখেও দেখা যায় স্বস্তির হাসি। সবাই বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।