শনিবার, ১০ জুন ২০২৩, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পার্বত্যাঞ্চলের রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন শেখ হাসিনা: পার্বত্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০ পঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, পার্বত্যাঞ্চলের সকল রাজনৈতিক সমস্যা সমাধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা অতীতে কেউ করেনি। শেখ হাসিনার পার্বত্যাঞ্চলের প্রতি আলাদা দরদ রয়েছে বলে তাঁর আন্তরিকতায় পাহাড়ে ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের বিশ্রামাগার উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চলে আওয়ামী লীগ সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা-ঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি সবকিছু স্থাপন করে দিয়েছে। যা অতীতের কোন সরকার করে দেয়নি।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, সরকার পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাড়ে ৪২হাজার সোলার হোম সিস্টেম বিতরণ করছেন। সরকার সারাদেশে বিদ্যুতের আলো পৌছে দিতে ৫৬৫ কোটি টাকা ব্যয় করেছে। সামনে এক হাজার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, গুলির চেয়ে কলমের শক্তি অনেক বেশি। সাংবাদিকরা পার্বত্যাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে গেস্ট অব অর্নার ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।বিশেষ অতিথি ছিলেন, বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, বোর্ডের সদস্য প্রশাসন ইফতেকার আহমেদ, সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রেস ক্লাবের বিশ্রামাগারটি তৈরি করতে ব্যয় হয়েছে ৭৫ লাখ টাকা।

এর আগে মন্ত্রী জেলা সদরের বালুখালী ইউনিয়নের ৬৩৯পরিবারের মাঝে সোলার হোম সিষ্টেম বিতরণ করেন। পার্বত্য মন্ত্রী গতকাল দুদিনের সফরে রাঙামাটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 11 − = 7

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree