কক্সবাজারের পেকুয়ার টইটং এ পাহাড় নিধন করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টৈটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা।
অভিযানে তিনি জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির মালিকানাধীন দুইটি মেশিনসহ তিনটি স্যালো মেশিন ও পাইপ জব্দ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খেকো সিন্ডিকেট। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে গেলে বালু উত্তোলনকারী সিন্ডিকেট পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় তিনটি স্যালো মেশিন ও পাইপ জব্দ করি। জব্দকৃত মেশিন ও পাইপ স্থানীয় ইউপি সদস্য আব্দু জলিলের জিম্মায় দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগকে বলা হয়েছে।