নারী ফুটবলে দক্ষিণ এশিয়ায় ভারতের শ্রেষ্ঠত্ব অনেক দিন ধরে। সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের পাঁচটি আসরেই আধিপত্য তাদের। আবার সব কায়টি শিরোপাও তাদের ঘরে।
বাংলাদেশের ভারতের বিপক্ষে আগে কোনও জয়ের রেকর্ড নেই। তবে অতীতকে দূরে ঠেলে এবার নতুন ইতিহাস লিখলো লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমবার ভারতকে হারানোর আনন্দে মাতলো সাবিনা খাতুনরা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নারী সাফে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ।
স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্নার দুই গোলে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে। এই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। আগামী ১৬ সেপ্টেম্বর ভুটানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত হবে গোলাম রব্বানী ছোটনের দলের।
বিস্তারিত আসছে…