টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১০ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। জমজমাট সেমিফাইনাল ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
এর আগে প্রথম সেমিফাইনালে ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এবার দ্বিতীয় ফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার।
পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। এবার ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত।
অন্যদিকে, ভারতকে হারানোর জন্য প্রস্তুত ইংল্যান্ডও। অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকসের মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মঈন আলী,আদিল রশিদের মতো পরীক্ষিত স্পিনার রয়েছে ইংল্যান্ডের যারা অ্যাডিলেডের উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ংকর।