শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আধিপত্য বিস্তারের লড়াইয়ে ২১ দিনে রোহিঙ্গা ক্যাম্পে ১০ খুন নাইজেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ২২ থানচি বাজারে আবারও আগুন, পুড়‌লো অর্ধশতাধিক দোকান নিরাপদ পানির সংকটে বিশ্বের ২৩০ কোটি মানুষ: বিশ্বব্যাংক মাটিরাঙায় বিজিবির মহতী উদ্যোগে ঘর পেলেন ১৭ গৃহ ও ভূমিহীন পরিবার সেনা সদস্যকে অপহরণ, বান্দারবানে নাগরিক পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিশ্বমানের ক্যানসার হাসপাতাল গড়তে চান সাকিব আল হাসান সীমান্তে চোরাচালান রোধে নাইক্ষ্যংছড়ি প্রশাসন-বিজিবির সাড়াঁশি অভিযান অব্যাহত দ্বিতীয় তারাবির আজকের বিষয়বস্তু বান্দরবানে অপহৃত সার্জেন্টের মুক্তির দাবিতে পিসিএনপি’র মানববন্ধন

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে শেখ হাসিনা আমানত স্বরূপ’

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২২ পঠিত

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সকালে খতমে কোরআন, মিলাদ মাহফিল, কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জন্মদিন অনুষ্ঠানের আলোচনা সভায় মাতামুহুরী সাংগঠনিক থানা আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে শেখ হাসিনা আমানত স্বরূপ। তিনি আমাদের সকলের পথপ্রদর্শক। অন্ধকারের অমানিশা কাটিয়ে বঙ্গবন্ধু কন্যা একটি জাতিকে নতুন আলোর পথ দেখিয়েছেন। যার আলোয় বদলে গিয়েছে বাংলার মানুষের ভাগ্য, বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও আমরা তাঁকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত দেশে পরিণত করব।

উক্ত জন্মদিন পালন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমন, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্রো সিকদার, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফিজুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল আলম, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক আশরাফ আলী মেম্বার, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, থানা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য আবদু শুক্কুর, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, পশ্চিম বড় ভেওলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 3 = 3

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree