বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৮ পঠিত

দীর্ঘ ৪ মাস পর বান্দরবানের দুই উপজেলা থানচি ও রুমা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে রোয়াংছড়ি উপজেলা পর্যটক ভ্রমণের এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান পার্বত্য জেলা রুমা ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণ সংক্রান্ত জারিকৃত গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতায় সদর দপ্তর, রিজিয়ন ও সেনানিবাসের ১২ জুলাই ২০২৩ তারিখের ১৪০/৫৯ জিএস (ইন্ট) পত্রের আলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

তবে দুর্গম এলাকায় ভ্রমণের পূর্বে উপজেলার প্রশাসন হতে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়।

রোয়াংছড়ি উপজেলা ব্যাতীত সকল উপজেলায় পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশি পর্যটকগণ ভ্রকণ করতে পারবেন।

উল্লেখ্য, গেল বছর অক্টোবর মাস থেকে পাহাড়ের বিভিন্ন অভিযানের ফলে তিন উপজেলায় দফায় দফায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 68 − 67 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree