বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে র্যাবের উপর হামলা করেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সন্ত্রাসীরা। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র্যাব তুমব্রু সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, মাদক উদ্ধারের অভিযানে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল ইয়াকিনের সন্ত্রাসীরা র্যাবের উপর হামলা করে। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এই ঘটনায় উভয়পক্ষের সদস্যরা হতাহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে রাত ১০টার দিকে গুলিবিদ্ধ একজন র্যাব সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। আহত র্যাব সদস্য সোহেল বড়ুয়া বলে জানা যায়।
স্থানীয়রা জানিয়েছেন, শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।
এদিকে সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে র্যাব হেডকোয়ার্টার। কিন্তু তারাও বিস্তারিত কিছু জানায়নি।