মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

বান্দরবানে আগু‌নে পু‌ড়লো ৭ দোকান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৬ পঠিত

বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা এলাকার চেমীরমুখ বাজা‌রে আগু‌নে পু‌ড়ে‌ গেছে সাতটি দোকান। এতে ৩০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে ব‌লে জানান স্থানীয়রা।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর রাতে এ আগু‌নের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোর রা‌তে হঠাৎ মোটরসাইকেল সা‌র্ভিসিং সেন্টার থেকে আগুন লে‌গে যায়। মুহূ‌র্তেই আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়ে। এ সময় সা‌র্ভিসিং সেন্টা‌রে রাখা দুটি মোটরসাইকেল, এক‌টি কীটনাশকের দোকান, এক‌টি তেলের দোকান, এক‌টি মুদির দোকান ও ফার্মেসিসহ সাত‌টি দোকান পু‌রোপু‌রি পুড়ে ছাই হ‌য়ে যায়। প‌রে মস‌জি‌দের মাইকে এবং ৯৯৯-এ কল ক‌রে বিষয়‌টি জানা‌লে পু‌লিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সা‌র্ভিসের সহকারী প‌রিচালক ফ‌রিদ আহ‌মেদ জানান, ভোররা‌তে আগুন লে‌গে সাত‌টি দোকান পু‌ড়ে গে‌ছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ ও আগু‌নের সূত্রপাত সম্পর্কে এখ‌নও বিস্তা‌রিত জানা যায়‌নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 2 + 7 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree