শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

বান্দরবানে অপহৃত অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টসহ ৩ জনের খোঁজ মেলেনি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫ পঠিত

ঘটনার তিন পরেও বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং থেকে শসস্ত্র কেএনএ সদস্য কর্তৃক অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টসহ ৩ জনের খোঁজ মেলেনি।
বুধবার (১৫ মার্চ) সকালে রুমা বগালেক সীমান্ত সড়কে নির্মাণ কাজ চলাকালে রোমানা পাড়া এলাকায় স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) এই অপহরণের ঘটনা ঘটায়।

অপহৃতরা হলেন- অবসর প্রাপ্ত সেনা সার্জেন্ট মো. আনোয়ার হোসেন, গাড়ি চালক মো. রায়হান ও মো. মামুন অর রশিদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুমা বগালেক সীমান্ত সড়ক নির্মাণ কাজ তদারকি করতে গেলে কেএনএফ সদস্যরা তাদের অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ৩ জন অপহরণ ঘটনার পর সীমান্ত সড়ক নির্মাণ কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 4 = 5

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree