বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে মো. ওবাইদুল (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সোহরাব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক মো. ওবাইদুল সোহরাব পাড়া গ্রামে মুজিব হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধায় বাড়িতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ওবাইদুলকে। পরে পরিবারে লোকজন সেখান থেকে উদ্ধার করে তাকে ফার্মেসিতে নেওয়া হয়। তবে এর আগেই ওবাইদুলের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম শেখ জানান, নিহত যুবকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।