রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সেনাবাহিনী।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিলাইছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. আহসান হাবিব প্রধান অতিথি থেকে এ সংবর্ধনা প্রদান করেন।
সেনাজোনের পক্ষ থেকে বলা হয়, উপজেলার সকল স্কুলের ৫২ জন শ্রেষ্ঠ শিক্ষকের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ২৬০ জন শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরত্তোম তঞ্চঙ্গ্যা, উপজেলা নিবাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি লে. কর্নেল মো. আহসান হাবিব বলেন, শিক্ষা উন্নয়নের একমাত্র বাহন। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষিত হয়ে মানব সম্পদে পরিণত হয়ে আত্নমুক্তি ও দেশসেবায় নিয়োজিত করতে হবে।