শুক্রবার, ০২ জুন ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনী হত্যার তীব্র নিন্দা পিসিএনপি’র দীঘিনালায় বাবুছড়া ৭ বিজিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ রুমায় কেএনএফ সন্ত্রাসীদের ক্যাম্প দখল: আইইডি বিস্ফোরণে ১ সেনা সদস্য শহিদ টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার পেকুয়ায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ স্বামীকে প্রায় মারেন সানাই মাহবুব, এবার করলেন ঝাড়ুপেটা দেশের ৫২তম প্রস্তাবিত সাড়ে ৭ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ বিশ্বকাপে ভারত যাবে কি না আইসিসিকে জানিয়ে দিয়েছে পাকিস্তান টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র জব্দ, ডাকাত সর্দার সহযোগীসহ আটক

ভাসানচরে দশ মাসে ৫২৫ রোহিঙ্গা শিশুর জন্ম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২ পঠিত

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ মাসে ৫২৫টি নবজাতকের জন্ম হয়েছে। যার মধ্যে পাঁচশ’ নবজাতক নরমাল ডেলিভারিতে এবং ২৫ নবজাতকের সিজারিয়ান অপারেশনে জন্ম হয়।

ভাসানচর শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মার্চ মাসে ১৩টি, এপ্রিলে ৩২টি, মে মাসে ২৫টি, জুনে ৪১টি, জুলাইয়ে ৪০টি, আগস্টে ৫০টি, সেপ্টেম্বরে ৮৫টি, অক্টোবরে ৭৭টি, নভেম্বরে ৮১টি এবং ডিসেম্বরে ৮১টি নবজাতকের জন্ম হয়। তবে, ২০২২ সালের মার্চ মাসের আগে সেখানে জন্ম নেয়া মোট নবজাতকের সঠিক তথ্য পাওয়া যায়নি।

পরিসংখ্যানে দেখা যায়, ভাসানচরে গত ১০ মাসে জন্ম নেয়া এসব নবজাতকের মধ্যে শতকরা ৪ দশমিক ২৫ শতাংশ সিজারিয়ান অপারেশনে এবং ৯৫ দশমিক ৭৫ শতাংশ নরমাল ডেলিভারিতে জন্ম নিয়েছে।

২০২০ সালের ৪ ডিসেম্বর রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দল ভাসানচরে আসে। ওই বছরের শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা দম্পতি মোহাম্মদ কাশেম ও রাবেয়া খাতুনের ঘরে জন্ম নেয় একটি ছেলে শিশু। ওই শিশুটিই ভাসানচরে জন্ম নেয়া প্রথম নবজাতক।

নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর ডা. মো. সোহরাব হোসেন জানান, রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানে ২০ শয্যার একটি হাসপাতাল করা হয়েছে। দুইজন মেডিকেল অফিসার, তিনজন সিনিয়র স্টাফ নার্স, দুইজন প্যারামেডিকস, দুইজন মিডওয়াইফসহ মোট ১৬ জন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন।

ডা. সোহরাব হোসেন আরও জানান, ভাসানচরে গর্ভবতী নারীদের জন্য সবধরণের স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে। কোনো রোগীর যদি সেখানে সেবা দিয়ে সুস্থ করা সম্ভব না হয়, তবে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের রিফিউজি ওয়ার্ডে পাঠানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 72 − 68 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree