শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

ভূমিকম্পদুর্গত তুরস্কে এবার বন্যা, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১২ পঠিত

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি শেষ হতে না হতেই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পদুর্গত এলাকায় হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পের জেরে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষজন। অতিবৃষ্টি থেকে সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১৫ মার্চ) থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গতকাল বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে। এতে দেখা দিয়েছে বন্যা। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানান, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে আছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া এই সিরীয় নারী

নিহত ব্যক্তিদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আকস্মিক বন্যা পানিতে ভেসে গেছে অনেক তাঁবু ও গাড়ি। সানলিউরফার গভর্নর জানিয়েছেন, ওই অঞ্চলের প্রধান হাসপাতালের নিচতলায় বন্যার পানি ঢুকেছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষের প্রাণ গেছে। ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের ১১টি প্রদেশ। এর পর থেকে ভূমিকম্পকবলিত এলাকার ঘর হারানো অনেক মানুষ তাঁবুতে বসবাস করছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 2 + 3 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree