রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

মহালছড়িতে ১২০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫ পঠিত

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ১২০ লিটার চোলাই মদসহ জবা চাকমা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মহালছড়ি সদর ইউনিয়নের ২৪ মাইলের ইসিবি স্কায়ার- পূর্ব পাশ থেকে এ বিপুল পরিমাণ চোলাই মদ আটক করা হয়।

আটক জবা চাকমা মহালছড়ি ইউনিয়নের ২৪ মাইলের ৯নং ওয়ার্ডের বাবু মারমার স্ত্রী। বাবু মারমা (৩০) পলাতক আসামি ও একই এলাকার ক্যথোয়াই মারমার ছেলে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন ন উর রশীদ জানান, (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহালছড়ি থানার উপ-পরির্দশক এসআই আরাফাত বিন ইউসুফ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আসামির বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণীর ২৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 79 − = 77

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree