আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতেই ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবসহ অতিথিরা।
যুদ্ধকালীন সময়ের মতোই মুক্তিযোদ্ধাদেরকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিজয় অর্জনের ৫১ বছরের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’