পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫০ পিচ ইয়াবাসহ লিটন (২৮) নামের এক যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার এসআই ইব্রাহীমের নেতৃত্বে মাটিরাঙ্গা পৌরসভাস্থ ৩নং ওয়ার্ড কাজিপাড়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন কাজিপাড়া মৃত চান মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) ধারা মোতাবেক মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’