খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার তাইন্দং ইউনিয়নের সীমান্তবর্তী ৫ নম্বর ওয়ার্ডের সুকুমার কার্বারি পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত উত্তম কুমার ত্রিপুরা ওই এলাকার সুনীল ত্রিপুরার ছেলে। তিনি একজন জুমচাষি ছিলেন। পুলিশ বলছে, উত্তম ত্রিপুরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী। তবে সংগঠনটি তা অস্বীকার করেছেন।
পুলিশ জানায়, গোলাগুলির শব্দ শুনে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ তল্লাশি চালিয়ে একটি একে–২২ রাইফেল, ৩টি গুলি, ২টি ম্যাগাজিন, ২১টি গুলির খোসা, ১টি মুঠোফোন, চাঁদা আদায়ের রসিদ, ১টি ব্যাগ ও ১টি ব্যানার উদ্ধার করেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ভোরে ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে মাটিরাঙ্গায় নিয়ে আসা হচ্ছে। নিহত উত্তম ত্রিপুরা একজন ইউপিডিএফের কর্মী।
তবে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা গণমাধ্যমকে বলেন, উত্তম ত্রিপুরা তাঁদের দলের লোক নন। তিনি ওই এলাকার বাসিন্দা ও একজন জুমচাষি ছিলেন।