পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি মেয়ের বাড়িতে বেড়াতে আসা রেহানা বেগম (৬০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
রবিবার (১৬ অক্টোবর) নিখোঁজের চার দিন পর বিকেলের দিকে তবলছড়ির ৪নং ওয়ার্ড গৌরাঙ্গাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেহানা বেগম একই জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফাতেমা নগরের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ অক্টোবর) স্বামীসহ রেহানা বেগম মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গাপাড়ায় মেয়ে নাসিমা বেগমের বাড়িতে বেড়াতে আসে। এর দুই দিন পরে বুধবার (১২ অক্টোবর) বিকালে গৌরাঙ্গপাড়ার ইদ্রিস সর্দারপাড়ায় খালাতো ভাই মো. শিশু মিয়ার বাড়িতে বেড়াতে গিয়ে রাতে শিশু মিয়ার বাড়িতে থাকলেও এরপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি রেহানা বেগমকে।
নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ফিরোজা নামে স্থানীয় এক মহিলা গরু আনতে গেলে শিশু মিয়ার বাড়ির অদূরে পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পায়। বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চাত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । দণ্ডবিধি ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।