পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে ১৫ ফিল্ড রেজি. আর্টিলারি মাটিরাঙ্গা জোন।
রবিবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলাধীন মাটিরাঙ্গা জোন সংলগ্ন পৌরসভার ৮নং ওয়ার্ড মাটিরাঙ্গা কাঠাল বাগানস্থ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মাটিরাঙ্গা জোন সদর সার্জেন্ট মো. সামসের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ মালামাল আটক করা হয়।
আটকৃত মালামালের মধ্যে কাতান শাড়ি ১৭৪ পিস, প্যাকেট শাড়ি ৫৮৩ পিস, লিলেন শাড়ি ৩২০ পিস, ওড়না ৮৯ পিস, লেহেঙ্গা ৪৪ পিস, চকলেট (কিটকেট) ২০১৬ পিস, নবরত্ন তৈল (বড়), ৪৪ পিস, নবরত্ন তৈল (ছোট), ৫৪ পিস, সেভেন ওয়েল (বড়), ১২০ পিস, সেভেন ওয়েল (ছোট), ৭২ পিস রয়েছে। যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ৩৩ হাজার ৭শত ১০ টাকা।
উপরোক্ত বিষয় সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল এ এস এম মঞ্জুরুল কবির পিএসসি বলেন, অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। চোরাকারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিধি মোতাবেক আটককৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।