রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

মা‌টিরাঙ্গায় ৩ করাত কল‌ মা‌লিককে জ‌রিমানা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৮ পঠিত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার তাইন্দং ও তবলছ‌ড়িতে ৩ করাত কল মা‌লিককে জ‌রিমানা ক‌রেছে ভ্রাম‌্যমাণ আদলত।

বুধবার (১৯ অ‌ক্টোবর) দুপু‌রের দি‌কে মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দে‌ব প‌রিচা‌লিত ভ্রম‌্যমাণ আদ‌ালত এ জরিমানা ক‌রেন।

প্রচ‌লিত আইনের তোয়ক্কা না ক‌রে বি‌ধি মোতা‌বেক বৈধ কাগজপত্র ছাড়া করাত কল চালা‌নোর দা‌য়ে করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ ধারা ৩ লঙ্ঘন ও ধারা ১২ ম‌তে তাইন্দং অবস্থিত করাত ক‌লের মালিক বেলাল হোসেনকে ৫ হাজার, তবলছড়িতে অবস্থিত করাত ক‌লের মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার এবং দুলাল হোসেনকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। এ সময় করাত কল গু‌লো‌কে সিলগলা করা হ‌য়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 6 + = 16

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree