খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ও তবলছড়িতে ৩ করাত কল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব পরিচালিত ভ্রম্যমাণ আদালত এ জরিমানা করেন।
প্রচলিত আইনের তোয়ক্কা না করে বিধি মোতাবেক বৈধ কাগজপত্র ছাড়া করাত কল চালানোর দায়ে করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ ধারা ৩ লঙ্ঘন ও ধারা ১২ মতে তাইন্দং অবস্থিত করাত কলের মালিক বেলাল হোসেনকে ৫ হাজার, তবলছড়িতে অবস্থিত করাত কলের মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার এবং দুলাল হোসেনকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় করাত কল গুলোকে সিলগলা করা হয়।