মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৫৫ অপরাহ্ন

মানিকছড়িতে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শনে উন্নয়ন সহযোগী ৮ রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৪ পঠিত

পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে থাকা জনপদে জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে অংশ হিসেবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার প্রত্যন্তাঞ্চলে স্থাপিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেছেন উন্নয়ন সহযোগী আটটি দেশের রাষ্ট্রদূত।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টায় ইউএন আবাসিক সমন্বয়ক এমএস গেইন লুইস’র নেতৃত্বে ৮জনের প্রতিনিধি দল খাগড়াছড়ি জেলায় প্রবেশকালে মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারস্থ কৃষিপণ্য সংগ্রহ পরিদর্শন করেন। (Ms Gwyn Lewis, UN Resident Coordinator.)

এ সময় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার, (Mr. Stefan Liller, UNDP Resident Representative), ইউএনএফপিএ’র প্রতিনিধি এমএস ক্রিষ্টিন ব্লোখোশ (Ms. Kristine Blokhus, UNFPA Representative), এফএও প্রতিনিধি এমএস রবার্ট সিম্পসন (Ms. Robert Simpson, FAO Representative), ইউনিসেফ প্রতিনিধি মিস্টার শেলডন ইয়েট, (Mr. Sheldon Yett, UNICEF Representative), ব্রিটিশ হাই কমিশনার এইচ.ই মিস্টার রবার্ট শাটার ডিসকন (H.E. Mr. Robert Chatterton Dickson, British High Commissioner), নরওয়ে এ্যাম্বাসেডর এইচ.ই এস্পেন রিক্টার এসভেন্ডসেন (H.E. Mr. Espen Rikter Svendsen, Ambasador of Norway) ও ইউএন রিচ অফিসের শান্তি ও উন্নয়ন গবেষক এমএস ফ্লাভি বারটলি (Ms. Flavie bertouille, Peace and Development Analyst, UN RC office) প্রমুখও সাথে ছিলেন।

উন্নয়ন সহযোগী রাষ্ট্রদূতেরা জলবায়ু, পরিবেশ, কৃষি উন্নয়নে নানাবিধ কার্যক্রমের অংশ হিসেবে এবং কৃষকদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাতকরণে স্থাপিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের উপকারিতা সম্পর্কে সুবিধাভোগিদের মতামত জানতে চান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও কৃষি পণ্য সংগ্রহ কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি এসএম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 3 + 3 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree