সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবদিয়ায় গরু লড়াইয়ে জিতে খুশিতে আত্মহারায় মৃত্যু কেএনএফ’র ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার চকরিয়ায় মারছা গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নিহত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ওআইসি’ দীঘিনালায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু নিবাস উদ্বোধন বরকলে বন্য হাতির আক্রমণে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মৃত্যু খাগড়াছড়িতে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন খাগড়াছড়িতে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগের পাল্টা মামলা রোহিঙ্গােদের জন্য তহবিল সংগ্রহ ও প্রত্যাবাসনে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে প্রধানমন্ত্রীর আহ্বান বৃষ্টির কারণে আইপিএল ফাইনাল রিজার্ভ ডেতে

মানিকছড়ি ‘ডিসি পার্কে’ প্রকৃতিপ্রেমীদের তাঁবুতে রাত্রীযাপন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১ পঠিত

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পর্যটনখ্যাত ‘ডিসি পার্কে’ এই প্রথম প্রকৃতিপ্রেমী ১৫০ জনের একদল পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু বানিয়ে রাত্রীযাপন করেছেন।

গত বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) বিকেলে বন্দরনগরী চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতিপ্রেমী যুবকদের প্রিয় সংগঠন ‘দ্বি চক্রযানের’ (সাইকেলে ভ্রমণ) ১৫০জনের একঝাঁক যুবক ‘ডিসি পার্কে’ আসেন। তারা নিজ উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় নির্জন এলাকায় তাঁবু ঝুলিয়ে রাত্রিযাপনের আয়োজন করেন। রাতে গাছের শুকনো পাতায় আগুন ধরিয়ে শীত নিবারনের পাশাপাশি পড়োটা, সবজি, মাংসে রাতের খাবার খান। শুক্রবার সকাল থেকে লেকে দু’পাড়ে গাছে রশি ঝুলিয়ে পারাপারসহ আনন্দ উল্লাসে মেতে উঠেন।

শীতের তীব্রতায় পাহাড়ের প্রকৃতির নির্জনে তাঁবুতে রাত্রিযাপনের অনুভুতি জানতে চাইলে দ্বি চক্রযানের সিনিয়র সদস্য মো. শাহাপ হোসেন বলেন, আমাদের দ্বি চক্রযানের সদস্যরা সারাদেশের প্রকৃতি দেখতে সাইকেল নিয়ে ঘুরি। মানিকছড়ি উপজেলার সবুজ অরণ্যঘেরা ডিসি পার্কে এসে প্রশাসনের সহযোগিতা আর সবুজ বনের পরতে পরতে লেক আর অতিথি ও ডাহুক পাখির কলকাকলীতে মূখরিত পরিবেশে আমরা সত্যি উচ্ছ্বসিত হয়েছি। নিরাপত্তাসহ সকল আয়োজনে প্রশাসন আমাদের পাশে থেকে উৎসাহ জুগিয়েছে।

উপজেলা প্রশাসন ও দ্বি চক্রযান সংগঠন সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডলু মৌজার ১৪২ একর টিলাভূমির সবুজ বনাঞ্চল ও অসংখ্য পাহাড়ি লেকে ঘেরা নির্জন অরক্ষিত জনপদে ২০২০ সালে জেলা প্রশাসকের উদ্যোগে ‘ডিসি পার্ক’ নামকরণে পর্যটন এলাকা হিসেবে স্বীকৃতি পায়। এর সেখানকার জলাশয়, সবুজ বনাঞ্চলে বিশ্রামাগার, গোলঘর, নিরাপত্তা ছাউনি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থাসহ পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে মাস্টারপ্ল্যান পরিকল্পনা হাতে নেয় উপজেলা প্রশাসন।
ইতোমধ্যে জেলার পর্যটনখ্যাতে ডিসি পার্কের নয়নাভিরাম সবুজ প্রকৃতি পর্যটকপ্রেমী দৃষ্টি কাঁড়তে সক্ষম হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরী বলেন, উপজেলার ২১৪ নম্বর ডলু মৌজায় অরক্ষিত সরকারী বনাঞ্চলে সম্প্রতিকালে ডিসি পার্ক নামকরণে পর্যটন শিল্প গড়ে তোলার কাজ চলছে। এরই মধ্যে এখানকার সবুজ প্রকৃতি পর্যটকদের দৃষ্টিকাড়তে শুরু করেছে। ফলে আমার সুপরিচিত একদল সাইকেলে ভ্রমণপ্রেমী তাঁদের দ্বি-চক্রযানের ১৫০জন সদস্যরা এই নির্জন সবুজ অরণ্যে আনন্দঘণ পরিবেশে সংগঠনের বার্ষিক বনভোজন উদযাপন করে গেছেন। আমরা তাদের নিরাপত্তাসহ পাশে থেকে একটু আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 61 + = 62

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree