খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার সৌভাগ্য হয়েছে সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম। অন্যদিকে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে ২২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর এই নির্বাচনকে ঘিরে দলের তৃণমূলে নেতাকর্মীরা প্রাণচাঞ্চল্যে উৎফুল্ল। এখন সবার নজর সাধারণ সম্পাদক পদ।
গত ২০ জানুয়ারি ২০২২ ঘোষিত আহবায়ক কমিটি গঠনের ৭ মাস পর খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কমিটি গঠনকল্পে গত ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা ৭ আগস্ট, নির্বাচন ২৫ আগস্ট। ফলে মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন অনেকটা আনন্দঘন পরিবেশে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পদপ্রার্থীরা।
এতে দেখা গেছে, সভাপতি পদে একমাত্র মনোনয়ন ফরম নিয়েছেন আহবায়ক কমিটি প্রধান ও বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো.এনামুল হক এনাম।
অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ৫ জন। এরা হলেন, বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মো. আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য মো. এনামুল হক, দলের সিনিয়র সদস্য মো.ইউনুস মিয়া ও মাও. ওয়ালী উল্লাহ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সদস্য মো. আবুল হাসেম ভূঁইয়া, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মো. আবুল কাশেম, উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক (অবসরপ্রাপ্ত শিক্ষক) মো. নূরুজ্জামান, বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদলের আহবায়ক এবং জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মীর হোসেন।
যুগ্ম সম্পাদক পদে প্রার্থী ৫ জন। এরা হলেন, মংশাপ্রু চৌধুরী, মো. আবুল কালাম, মো. বেলাল হোসেন, মো. মিজানুর রহমান ও আলকাছ মিয়া।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন ৮জন। এরা হলেন, মো. রমজান হোসেন সেলিম, মো. তোফায়েল হোসেন,বেলাল হোসেন, ইব্রাহীম খলীল, আক্কাছ আলী, মো. আবদুল জলিল, মনসুর আলী ও মিজানুর রহমান।
গত ৩ আগস্ট খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (প্রধান নির্বাচন কমিশনার), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অটল চাকমা (নির্বাচন কমিশনার) স্বাক্ষরিত পত্রে উপজেলা বিএনপির নির্বাচনী তফসিল ঘোষণার পর পর ঘোষিত ৫টি পদে প্রার্থী হতে তোড়জোড় শুরু করে দলীয় দুঃসময়ে কান্ডারী নেতারা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সভাপতি পদে একক প্রার্থী হয়েছেন দীর্ঘ ২ দশক সাধারণ সম্পাদক পদে থাকা মো. এনামুল হক এনাম।
এখন সবার নজর আগামী ২৫ আগস্ট নির্বাচনে কে হচ্ছেন দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভিভাবক সাধারণ সম্পাদক। এ বিষয়ে প্রকাশ্য কোন মন্তব্য পাওয়া না গেলেও দলের শীর্ষ নেতারা চাইছেন তরুণ, উদীয়মান সংগঠক এবং তৃণমূলে আস্থাভাজন কাউকে গুরুত্বপূর্ণ এই পদে বসিয়ে দলকে সুসংগঠিত করতে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়া প্রসঙ্গে মো. এনামুল হক এনাম বলেন, গত ২০ জানুয়ারি আহবায়ক কমিটিতে অর্পিত দায়িত্ব পেয়ে তৃণমূলের মতামতে দল সাজিয়েছি। বিএনপি একটি গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের আর্দশিত শহীদ জিয়াউর রহমানের হাতেগড়া দল। এই গণতান্ত্রিক দলে তৃণমূলের নেতাকর্মীদের মতামত অগ্রাধিকার দিয়ে দলকে গতিশীল করতে আন্তরিক হয়ে কাজ করেছি বলেই দলের নিরঙ্কুশ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছি। সকলের সহযোগিতায় গণমানুষের প্রাণের সংগঠন বিএনপিকে আরও জনবান্ধব করতে চাই।