মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

মিথ্যা মামলায় গ্রেফতার দুই ব্যবসায়ীর মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১২ পঠিত

কক্সবাজার শহরের আইবিপি সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মোস্তফা মহসিনকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ব্যবসায়ী সমাজ।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ অর্ধশত বছরের অধিক সময় ধরে যারা ব্যবসা করছে, এমন ব্যবসায়ীদের উচ্ছেদ করতে মিথ্যা মামলা করেছে জমিদার নামধারী চাঁদাবাজ মোরশেদুল আরেফিন ফরাজি। প্রসিদ্ধ ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা খুবই দুঃখজনক।

বক্তারা আরো বলেন, ব্যবসায়ীরা চাঁদাবাজি জানে না। সম্পদের লোভে দায়েরকৃত মিথ্যা মামলায় পুলিশের তদন্ত রিপোর্ট প্রশ্নবোধক। ঘটনার পুনঃতদন্ত করে ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ফেডারেশনের সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, উপদেষ্টা জেবর মুল্লুক, ফিরোজ আহমদ ওসমানি, ব্যবসায়ী নেতা নুরুল কবির চৌধুরী, আবু আহমেদ, খালেদ ওমর রানা।

কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে ব্যবসায়ী নেতা মোতাহের হোসেন, শহীদুল ইসলাম শহিদ, শফিউল আলম, জাফর আলম, মো. ইলিয়াছ, মোস্তফা কামাল মিন্টু, হেলাল উদ্দিন, আনোয়ারুল ইমরান রায়হান, কামরুল হাসান, আজিব চৌধুরী, আবুল কালাম, লোকমান সওদাগর, নাছির উদ্দীন, শাহ খোরশেদ, মুহাম্মদ আলম, মুহাম্মদ নাছির আহমদ, মোহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃত দুই ব্যবসায়ীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি এবং ৫০ বছরের অধিক ব্যবসায়ীদের দোকান বরাদ্দ প্রদানের দাবি দেন। অন্যথায় পরবর্তী পরিস্থিতির দায় ব্যবসায়ীরা নেবেনা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 44 + = 47

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree