মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বসবাসরত ১ জন রোহিঙ্গা নিহত এবং আরো ৫ রোহিঙ্গা আহত হয়েছে।
নিহত ইকবাল (১৮) মনির হোসেনকে ছেলে। আহত অপর যাদের নাম জানা গেছে তারা হলেন, সেলিম উল্লাহ মেয়ে সাদিয়া জান্নাত (১০), সাবেকুন নাহার, ছৈয়দ করিমের ছেলে নবী হোসেন (২২) ও করিমের ছেলে ভুলু।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮.৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ঘটনার ৫ মিনিট আগে মিয়ানমার সেনাবাহিনীর ছোঁড়া আরো দুটো মর্টার শেল সীমান্তে বসবাসকারী ১ বাংলাদেশি বাড়িতে দুটি মর্টার শেল এসে পড়ে। কিন্তু তা বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্র জানিয়েছে, আজ রাত ৮.৪৫ মিনিটে ঘুমধুমের তমব্রু ২নং ওয়ার্ডস্থ কোনারপাড়া শাহ আলমের উঠোনে আবারো মিয়ানমার সেনাবাহিনীর দুইটি মর্টার শেলের গোলা এসে পড়ে যা বিস্ফোরিত হয়নি। এই ঘটনার ঠিক ৫ মিনিট পরে আরো দুটি মর্টার শেলের গোলা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্পে এসে পড়ে। যা বিস্ফোরিত হয়ে ১ জন গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উখিয়ার কুতুপালং হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার আরো আধা ঘন্টা পর রাত ৯টার দিকে আরো কয়েকটি মর্টার শেল সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে এসে পড়ে বিস্ফোরিত হলে আরো ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদেরও উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রথমে আসা ইকবাল (১৮) কে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধ বিমান থেকে সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করলে বাংলাদেশের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।