বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের ৩৫নং পিলার মিয়ানমার কাঁটাতার ঘেঁষা বিজেপি ক্যাম্প থেকে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে এমনটি জানিয়েছেন বাংলাদেশ সীমান্তের তুমব্রু ও বাইশপাড়ী গ্রামের স্থানীয়রা।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুমব্রু সীমান্তের ওপার বিজিপি ক্যাম্প থেকে ভেসে আসছে পর পর ৩টি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজ। যা নতুন করে প্রভাব বিস্তার করছে সীমান্ত লাগোয়া স্থানীয়দের মাঝে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন থেকে একটু দূরে আছি তবে রাতের মধ্যে চলে আসব এবং ওপার থেকে মর্টার শেল বিস্ফোরণের আওয়াজ আসছে বলে বেশ কয়েক জন জানিয়েছেন। ইউপি সদস্যদের মাধ্যমে স্থানীয়দের সতর্কতার সাথে চলাফেরাসহ সীমান্তের কাছে না যাওয়ার জন্য নিষেধ করেছেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, সীমান্তে আগের ন্যায় বিজিবির টহল অব্যাহত রয়েছে।