কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘ ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন কক্সবাজার টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ফরহাদ শরীফ (২৫)।
সে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের হাঙ্গার ডেইল এলাকার পৌর ছাত্রলীগের নেতা হাসান শরীফের ছেলে এবং টেকনাফ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়।
উল্লেখ, গত ১৬ অক্টোবর বিকেলে মেরিন ড্রাইভ সড়কে শীলখালী এলাকায় মোটরসাইকেল নিয়ে কক্সবাজার থেকে আসার পথে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ফরহাদ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে সে গুরুতর আহত হন। তখন থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘ ১২ দিন পর সেখানে ফরহাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।