পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বান্দরবান জেলা শহরে যানজট নিরসনে নির্মাণ করা হবে একটি আধুনিক মানের বাস টার্মিনাল। যেহেতু বান্দরবান একটি পর্যটন শহর, এখানে দেশি-বিদেশি হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত আসা যাওয়া করে।’
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বান্দরবান হাফেজ ঘোনা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনালের ভিত্তিস্থাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পর্যটকসহ স্থানীয়রা যাতে যানজটে দুর্ভোগে না পড়ে সেই চিন্তা মাথায় রেখে বান্দরবানে একটি আধুনিক মানের বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার বাস টার্মিনাল নির্মাণ করবে কিন্তু এটার পরিষ্কার পরিছন্ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গাড়ির মালিকসহ স্টাফদের। বর্তমানে টার্মিনালের চর্তুর পাশে ও ড্রেনে ময়লা আর্বজনার স্তুপ। এটা কখনো কাম্য নয়।’
মন্ত্রী আরো বলেন, ‘এই আধুনিক মানের বাস টার্মিনালে যাত্রী ও চালক হেলপারের জন্য থাকবে বিশ্রামসহ নানান সুবিধা।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর। বিশেষ করে পাহাড়ের উন্নয়নে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক। তাই আগামীতেও দল মত নির্বিশেষে আওয়ামী লীগের পাশে থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।’
একই সাথে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান সদরে রুমা বাস টার্মিনালের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়। পরে বালাঘাটার লেমুঝিরিস্থ বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউট বান্দরবান উপকেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন পাবর্ত্য মন্ত্রী।