রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ মার্চ) বিকেলে মারী স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা একটি দেশকে আলাদাভাবে পরিচিতি করে তোলে। দেশের সুনাম বয়ে আনে। তিনি আরও বলেন, খেলাধুলা শরীর ও মন যেমন ভাল রাখে, তেমনি একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম এবং ক্রীড়া ব্যক্তিত্ব বরুন বিকাশ দেওয়ান।
এবারের টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করেছে। সর্বশেষ ১০ বছর আগে ২০১৩ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।