বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

রাঙামাটিতে পর্যটকদের আগমন স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২১ পঠিত

পবিত্র ঈদুল আযহার টানা ছুটির শেষ দিন আজ। টানা ছুটিতে ক্লান্তির অবসাদ দূর করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ছুটে এসেছেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর হ্রদ-পাহাড় বেষ্টিত পার্বত্য জেলা রাঙামাটিতে। তবে ছুটির শেষ দিন হওয়ায় পর্যটকদের উপছে পড়া ভিড় নেই।

জেলা শহরের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সুবলং ঝরণা, রাঙামাটি-কাপ্তাই সংযোগ সড়ক এলাকায় পর্যটকের আনাগোনা স্বাভাবিক রয়েছে।

পর্যটক করপোরেনের পক্ষ থকে জানানো হয়, হোটেল-মোটেলগুলো ৬০ভাগ বুকিং রয়েছে। শুধু আজকের দিনে রাঙামাটিতে তিন হাজার পর্যটকের সমাগম ঘটেছে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, রাঙামাটিতে যেসব পর্যটক আসছে বেশিরভাগ জেলার আশেপাশের জেলার। দিনে এসে দিনে ঘুরে চলে যাচ্ছে। যে কারণে হোটেল-মোটেলগুলো শতভাগ বুকিং হয়নি। যদি ঢাকা কিংবা অদূর কোন জেলা থেকে পর্যটকের আগমন বাড়ে তাহলে মোটেলগুলো শতভাগ বুকিং হবে। গতকাল জেলায় দেড় হাজার পর্যটকের আগমন হয়েছিলো বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain − 1 = 1

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree