রাঙামাটি জেলা পুলিশ রিজার্ভ অফিসের এসআই শওকত আলী ভূঁইয়ার বিরুদ্ধে সহকর্মী চার কনস্টেবলকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতার ভিত্তিতে পুলিশের ওই কর্মকর্তাকে লংগদু থানার একটি ক্যাম্পে বদলী করা হয়েছে।
জানা গেছে-ওই অভিযোগের সাক্ষ্য হিসেবে ঘটনার একটি ভিডিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে জমা আছে। এ ঘটনায় পাঁচজন কর্মকর্তাকে স্বাক্ষী করা হয়েছে।
জানা যায়- গত ছয় মাস ধরে বিভিন্ন সময়ে রাঙামাটি জেলা পুলিশ রিজার্ভ অফিসের ওই এসআই তার সহকর্মীদের জোরপূর্বক সমকামিতায় বাধ্য করায়। ভুক্তভোগী চারজনই কনস্টেবল। রিজার্ভ অফিসে কর্মরত এই চার কনস্টেবল কল্যাণ শাখা ও ডিও শাখায় কর্মরত রয়েছেন। অভিযুক্ত এসআই শওকত ২০০৫ সালে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার স্থানীয় বাসিন্দা।
শুধু তা নই; রাঙামাটিতে কর্মরত নারী এসআই হ্যামি প্রু মারমা ওরফে সামিয়া হোসেন ওরফে খাদিজা আকতার কর্তৃক অনৈতিক সুবিধার অভিযোগে দায়ের করা মামলায় বিভাগীয় তদন্ত প্রতিবেদনে এসআই শওকতের নাম রয়েছে।
এসআই শওকত আলী ভুঁইয়ার মোবাইলে এ বিষয়ে জানতে একাধিকবার কল করেও তার সংযোগ পাওয়া যায়নি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ বিষয়ে তদন্ত চলছে।