মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

রাঙামাটিতে বিএনপির ৯ নেতাকর্মী আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৭ পঠিত

দলীয় কার্যাক্রমে অংশ নিয়ে ঢাকা থেকে রাঙামাটিতে ফেরার সময় বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ছাত্রদলের রিয়াজ, ওসমান, যুবদলের খায়রুল, মফিজ, কৃষকদলের আনোয়ার, রুমি, জসিম, এবং স্বেচ্ছাসেবক দলের মামুন, সাইদুল।

এদিকে সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে দিনব্যাপী ডাকা হরতালের কোন প্রভাব নেই রাঙামাটিতে।

সকাল থেকে দোকান-পাট খোলা রয়েছে। শহরে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা চলতে দেখা গেছে। তবে তুলনামূলক কিছুটা কম চলছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে।

শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের কোন অবস্থান নেই। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কার্যালয়টির সামনে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন রয়েছে।

তবে বিএনপির অবস্থান না থাকলেও ক্ষমতাসীল দল আওয়ামীলীগের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়েছে এবং হরতাল বিরোধী মিছিল করছে।

জেলা শহরের পুরাতন বাস স্টেশন থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও শহরের রিজার্ভবাজার ঘাট থেকে দূরপাল্লার লঞ্চ ছেড়ে গেছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী পুরো শহর নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে। যেখানে অরাজকতা এবং নাশকতা হবে সেখানে পুলিশ এ্যাকশনে যাবে।

বিএনপির ৯ নেতাকর্মী আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যোগ করেন ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 19 − 12 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree