রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান ও কার্বারীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ১০ আর ই ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকার লোকদের নিয়ে এ সভা করা হয়।
এ সময় ১০ আর ই অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসির সভাপতিত্বে এ সমন্বয় সভা পরিচালনা করা হয়।
অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারীদের নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামিতেও একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।