সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ৫-১১ বছর বয়সি শিশুদের কোভিট-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হচ্ছে।
এবার জেলার ৫-১১ বছর বয়মি মোট ১০৭৪টি স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি, মাদ্রসা শিক্ষার্থী এবং পথশিশুসহ মোট ৮৫ হাজার ৩৫৪ জন শিশুকে টিকা প্রদান করা হচ্ছে।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের কর্মরত চিকিৎসক ডা. ইমরুল হাসান বলেন, এবার শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফাইজার পেডিয়াট্রিক ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমে স্কুল পর্যায়ে ও পরবর্তীতে সীমিত সময়ের জন্য ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম চলবে।
ডা. ইমরুল আরও বলেন, সুরক্ষা ওয়েবসাইট অথবা এ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কার্ড নিয়ে আসার পর শিশুদের এই টিকা প্রদান করা হয়েছে তবে জন্মসনদ অনলাইন জটিলতার কারণে রেজিস্ট্রেশন করতে না পারলেও টিকা নিতে পারবেন, সেক্ষেত্রে পরবর্তীতে রেজিস্ট্রেশন করে সনদ পেতে পারবেন।