মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দালাল-বেঈমানের জন্মদাতা কুখ্যাত ইব্রাহিমকে পাহাড়ি জনগণ কখনই ক্ষমা করবে না! টেকনাফে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা খাগড়াছড়িতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার থানচি বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ফিলিস্তিন সংকট:বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগের জন্য সময় নির্ধারণ করাই ইসরাইলের উদ্দেশ্য কুতুবদিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক মাস্ক পরে অনুশীলনে বাংলাদেশ, দিল্লিতে ম্যাচ নিয়েও শঙ্কা গর্জনিয়ায় পানিতে ডুবে হেফজখানার ছাত্রের মৃত্যু পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের রানের পাহাড়

রাঙামাটির রাজবন বিহারে দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৮ পঠিত

পার্বত্য জনপদের অন্যতম জেলা রাঙামাটির রাজবন বিহারে চলতি বছরের ৩-৪ নভেম্বর দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে।সোমবার (১৭ অক্টোবর) রাজবন বিহার শাখার উপাসক-উপসিকা পরিষদের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। আড়ম্বর আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবটি সফল করার লক্ষ্যে সবরকম প্রস্তুতি শেষ করা হচ্ছে।

উৎসবটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে জেলার প্রত্যন্ত এলাকার বিহারে বিহারে চলছে নানা আয়োজন। কঠিন চীবর দানকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। উৎসবে মেতে উঠেছেন বৌদ্ধধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ। সাধু সাধু ধ্বনিতে মুখরিত হচ্ছে মন্দিরগুলো।

বৌদ্ধ ধর্মের ইতিহাস থেকে জানা গেছে, প্রায় আড়াই হাজার বছর আগে প্রচলন হয় কঠিন চীবর দান। গৌতম বুদ্ধের তৎকালীন শীর্ষ বিশাখা দেওয়ান ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী করে সে সুতা রং করে আগুনে শুকিয়ে কোমর তাঁতে চীবর বুনে তা গৌতম বুদ্ধকে দান করেন। বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর। চীবর হচ্ছে ভিক্ষুদের পরিধীয় বিশেষ রঙ্গিন কাপড়।

২৪ ঘণ্টার মধ্যে চীবর তৈরীর কঠিন কাজটি সম্পাদন করতে হয়ে বলে একে কঠিন চীবর দান বলা হয়। বৌদ্ধদের বিশ্বাস কঠিন চীবর দান করতে পারলে ইহকাল ও পরকালে নির্বাণ তথা মুক্তি লাভ করা সম্ভব। পার্বত্য এলাকার বৌদ্ধরা এ উৎসব পালন করে প্রাচীন নিয়মে।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পার্বত্য এলাকায় সবচেয়ে জাঁকজমকভাবে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। চলতি বছরের ৩-৪নভেম্বর দু’দিনব্যাপী রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ সকল প্রস্তুতি শেষ করার লক্ষ্যে ১৭ অক্টোবর জেলার সকল প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Let's check your brain 1 + 7 =

একই ধরনের আরও সংবাদ
© All rights reserved 2022 CHT 360 degree