রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া হতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। সোমবার (২৯ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদরে ভিত্তিতে তাকে আটক করা হয়।
গ্রেফতার ছাবের আলম (৫২) বাঙালহালিয়া এলাকার মৃত আবদুর মতলবের ছেলে।
জানা যায়, বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া ৫নং ওয়ার্ডের ছাবের আলম (৫২) একজন এজাহারভুক্ত পলাতক আসামি। চন্দ্রঘোনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ আগস্ট) তাকে আটক করে।
পুলিশ জানান গ্রেফতারকৃত আসামিকে সোমবার (২৯ আগস্ট) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে।