খাগড়াছড়ির রামগড়ে সংবাদ প্রকাশের জেরে সাইফুল ইসলাম নামে এক সাংবাদিকের বিরুদ্ধে জিডি করেছে ইউএনও অফিসের এক কর্মকর্তা।
মঙ্গলবার(১৫ নভেম্বর) রাতে রামগড় থানায় জিডি করা হয়। সাংবাদিক সাইফুল ইসলাম সাউথ ইস্ট জার্নাল নামে একটি ম্যাগাজিন পত্রিকার ঢাকা অফিসে কর্মরত।
জিডির বিষয়টি নিশ্চিত করেছে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা গেছে, গত ১ আগস্ট রামগড় উপজেলা অফিস সংলগ্ন বিজিবি ক্যাম্পে দিনমজুরের কাজ করার সময় আবুল কালাম ও রুহুল আমিন নামে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন রামগড়ের ইউএনও খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত। বিজিবির সাথে ভূমি বিরোধের জেরে বিক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত না থেকে ইউএনও ক্ষমতার অপব্যবহার করে দুই দিন মজুরকে সাজা দেয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাতিল ও ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট করা হয়। এ ঘটনায় ইউএনও’র রোষানলে দুই মজুর নিরাপত্তাহীনতায় শিরোনামে সংবাদ প্রচারের পরে সাংবাদিকের বিরুদ্ধে জিডি করা হয়েছে।
এ বিষয়ে জানতে রামগড়ের ইউএনও’র মুঠোফোনে কল ও খুদে বার্তা পাঠানো হলেও কোন উত্তর মেলেনি।
এ বিষয়ে সাংবাদিক সাইফুল ইসলাম জানান, রামগড়ের ইউএনও’র রোষানলে দুই দিনমজুর খবর পেয়ে ভিকটিমদের সাথে কথা বলে সংবাদ প্রকাশ করেছি। আমার প্রতি বিক্ষুব্ধ হয়ে ইউএনও অফিসের একজন জিডি করেছেন।
রামগড় থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’