খাগড়াছড়ির রামগড় সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ির চালান আটক করেছে বিজিবি-৪৩। বৃহস্পতিবার (২৮ জুলাই) সীমান্তবর্তী ফেনীনদীর পার্শ্ববর্তী বড়খেদা এলাকা হতে মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো আটক করা হয়েছে।
জানা যায়, সীমান্তবর্তী ফেনীনদী পাড় হয়ে বাংলাদেশ পাচার হয়ে আসা আটক শাড়ির চালান সমতল জেলায় পাঠানোর জন্য বড়খেদা এলাকায় রাখা হয়েছিল।
বিজিবি জানায়, আটক শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ২০ হাজার টাকা। আটক মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে, শুক্রবার দুপুরে সীমান্তবর্তী মন্দিরঘাট এলাকা হতে প্রায় ১০০ কেজি ভারতীয় পেস্তোদানা জব্দ করে বিজিবি। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।